১০৭ দিনের লকডাউন শেষ, মদের দোকানে উপচে পড়া ভিড়

১০৭ দিনের লকডাউন শেষ, মদের দোকানে উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক

প্রায় চার মাসের লকডাউন শেষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে অস্ট্রেলিয়ার শহর সিডনী। সোমবার মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন পাব ও দোকানে ভিড় করে 'স্বাধীন' জনতা।

এছাড়া অনেকেই বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যায়। করোনাভাইরাস সংক্রমণের নতুন স্থানীয় বিধিতে লকডাউন তুলে দিলেও ৫ কিলোমিটার পর্যন্ত বেড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

news24bd.tv

তবে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের জন্য সকল বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। নতুন বিধিনিষেধে জনগণ ক্যাফে-রেস্টুরেন্টে একসঙ্গে খেতে পারবে। এছাড়া জিম, লাইব্রেরি ও পুলেও যেতে পারবে। সোমবার লকডাউন খোলা উপলক্ষে সেলুনগুলোতেও মানুষের ভিড় দেখা গেছে।

আরও পড়ুন:

পরকীয়ার জেরে শ্যালিকার বিয়ে ভাঙলেন দুলাভাই, আপত্তিকর ছবি!

গাঁজা সেবনে অভ্যস্তদের করোনায় মৃত্যুঝুঁকি বেশি: গবেষণা

অবশেষে যশের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন নুসরাত!

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


বিবিসিকে দ্য লর্ড গ্লাডস্টোন হোটেলের পাবের (মদের দোকান) স্বত্বাধিকারী প্যাট ব্লেক বলেন, আমাদের ফিরে আসার প্রস্তুতি ছিলো। গত কয়েক মাসের মধ্যে এটাই সেরা সোমবার। এমনকি করোনার আগের সময়ের চেয়েও।

তিনি আরও যোগ করেন, মানুষজন এখানে আসার জন্য সবসময়ই প্রস্তুত ছিল। এসে বন্ধুদের সঙ্গে দেখা করা, একমগ বিয়ার নিয়ে আড্ডা দেয়া। এমন কোথাও যেখানে সবসময় ব্যাকগ্রাউন্ডে হালকা সুর বাজছে।

news24bd.tv/ নকিব