সুরা কাহাফ ১৯ নম্বর আয়াতের একটি শব্দকে বোল্ড করে লেখার কারণ...

সুরা কাহাফ ১৯ নম্বর আয়াতের একটি শব্দকে বোল্ড করে লেখার কারণ...

Other

সুরা কাহাফের ১৯ নম্বর আয়াতের একটি শব্দকে বোল্ড করে লেখা হয়। কারণ, বলা হয়, এই শব্দটি গোটা কুরআনের ঠিক মধ্যিখানে বসেছে।  

শব্দটি “والیتلطف” যার বাংলা অর্থ ‘ভদ্রভাবে বা নম্রভাবে কথা বলুন’। আল্লাহ হযরত মুসাকে (আ:) ফেরাউনের সঙ্গে নম্রভাবে কথা বলতে বলেছেন এখানে।

 

news24bd.tv

আসুন, আমরা ভদ্র হই, সকলের সঙ্গে নম্রভাবে কথা বলি।

লেখাটি সাংবাদিক আলিমুল হক-এর ফেসবুক থেকে নেওয়া।  (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

)

news24bd.tv নাজিম