বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট নিয়ে চরম ভোগান্তি

Other

ঢাকা বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য আরিটিপিসিআর ল্যাব স্থাপন হলেও সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা। যাত্রীদের অসচেতনতা এবং জায়গা সংকুলান না হওয়ায় টেস্ট করাতে গিয়েই বাড়ছে সংক্রমণ ঝুঁকি।  

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান জানান, মন্ত্রণালয়গুলোর মধ্যে কিছুটা সমন্বয়হীনতা, দুর্বল মনিটরিং এবং ল্যাবগুলোর সক্ষমতার অভাবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে শিগগির তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা।

 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র এটি। আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য বিদেশগামী যাত্রীদের এই বিশাল লাইন। কেউ কেউ লাইনে জায়গা না পেয়ে জটলা পাকিয়ে বসেছেন বিমানবন্দরের মেঝেতেও। এদের অনেকেই আবার জানেন না কোথায় যাবেন কী করবেন।

এমন পরিস্থিতিতে কেউ ফ্লাইট মিস করছেন, কেউ আবার অনিশ্চিৎ যাত্রায় বিভ্রান্ত হয়ে কেবল এদিকে-সেদিক ছুটছেন।  

যাত্রীদের মধ্যেও যথেষ্ট সচেতনতার অভাব স্পষ্ট। আছে আরটিপিসিআর ল্যাবগুলোর অব্যস্থাপনা, অক্ষমতা ও পেশাদারিত্বের যথেষ্ট অভাব। এই যখন অবস্থা- তখন পুরো বিষয়টি দেখভালের জন্য সরকারের যে মনিটরিং কমিটি তারাই বা কী করছেন?

আরও পড়ুন:


লেবাননে তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৫টি দল

গাঁজা সেবনে অভ্যস্তদের করোনায় মৃত্যুঝুঁকি বেশি: গবেষণা

অবশেষে যশের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন নুসরাত!

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


আরটিপিসিআর টেস্টে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।  

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য গেল ২৯ অক্টোবর থেকে চালু হয় আরটিপিসিআর ল্যাব।

news24bd.tv নাজিম