এক্সপো ২০২০ দুবাই, চার লাখের বেশি ভিজিট

এক্সপো ২০২০ দুবাই, চার লাখের বেশি ভিজিট

অনলাইন ডেস্ক

দুবাই ১০ দিন আগে আরব বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট এক্সপো ২০২০  চালু হওয়ার পর থেকে ৪১১,৭৬৮ টি ভিজিট করেছে।

ব্যুরো ইন্টারন্যাশনাল ডেস এক্সপোজিশনের সেক্রেটারি জেনারেল দিমিত্রি এস এক বিবৃতিতে বলেন, এক্সপো ২০২০ দুবাইয়ের উদ্বোধনী সপ্তাহ নি:সন্দেহে সফল হয়েছে।

এক্সপো আয়োজক বলেন, প্রতি তিনটি ভিজিটের মধ্যে একজন বিদেশ থেকে এসেছে এবং অমরা আশা করছি, আন্তর্জাতিক ভ্রমণ বাড়ার সাথে সাথে এই অনুপাত বাড়বে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দর্শনার্থীরা ১৭৫ টি দেশের নাগরিক এবং ১৯২ টি দেশ, যাদের প্রত্যেকটি নিজস্ব প্যাভিলিয়ন রয়েছে।


আরও পড়ুন:

জামিন মিললো না শাহরুখপূত্র আরিয়ানের

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

নার্সকে দিয়ে কুকুরকে স্যালুট : চিকিৎসকের কারাদণ্ড

পরকীয়ার জেরে শ্যালিকার বিয়ে ভাঙলেন দুলাভাই, আপত্তিকর ছবি!


তিনি বলেন, এই বিস্ময়কর প্রাপ্তিতে আমরা খুবই খুশি। প্রথম দশ দিনে অর্জিত সংখ্যা এক্সপো ২০২০ দুবাইতে অংশগ্রহণের জন্য বিশ্বকে উৎসাহিতকরে। আগামী দিন এবং সপ্তাহগুলি বিশেষ ইভেন্টে পরিচালিত হবে যা একজন দর্শনার্থীকে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।

 news24bd.tv/এমি-জান্নাত