ভুলে নয় সত্যিই আপেল অর্ডারে মিলল আসল আইফোন!

ভুলে নয় সত্যিই আপেল অর্ডারে মিলল আসল আইফোন!

অনলাইন ডেস্ক

একটি জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান থেকে এক ব্যাগ আপেল অর্ডার করেছিলেন এক ব্যক্তি। প্রতিবারই তো যে পণ্য অর্ডার করেন সেটাই ডেলিভারি দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু  এবার  পণ বুঝে নিতে গিয়ে ঘটলো বিপত্তি। তবে নিজের পণ্য হাতে পেয়ে তো নিজের চোখকেই বিশ্বাস করেননি।

কারণ খাওয়ার আপেলের বদলে তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি আসল আইফোন!

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের বাসিন্দা নিক জেমস (৫০) দেশটির জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান টেসকোতে এক ব্যাগ আপেল কেনার জন্য অর্ডার করেন।   নিজের অর্ডার বুঝে নেওয়ার সময় ডেলিভ্যারিম্যান জানান, তার জন্য ‘সারপ্রাইজ’ আছে। প্যাকেট খুলে এক ব্যাগ আপেলের সঙ্গে ফ্রি আইফোন এসই পেয়ে তো খুশিতে আত্মহারা হয়ে যান তিনি।

আসলে ওই ই-কমার্স প্রতিষ্ঠান আপেলের সঙ্গে আইফোনকে মোটেও গুলিয়ে ফেলেননি।

নিজেদের প্রচারণার অংশ হিসেবেই ওই আইফোন দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির তরফ থেকে জানা গেছে।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


 

এ ব্যাপারে টুইটারে জেমস জানান, টেসকোকে অনেক ধন্যবাদ। টেসকো থেকে যখন সারপ্রাইজের কথা বলা হলো, তখন তিনি ভেবেছিলেন হয়তো ছোটখাট কোনো জিনিস দেওয়া হবে। কিন্তু আস্ত একটা আইফোন পেয়ে ভীষণ খুশি তিনি।

নেট দুনিয়াতে ভাইরাল এখন এই  আইফোন।

news24bd.tv/আলী