লাগামহীন উর্ধ্বগতিতে নাভিশ্বাস মানুষের, সুখবর দিতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয়

লাগামহীন উর্ধ্বগতিতে নাভিশ্বাস মানুষের, সুখবর দিতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয়

Other

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে কেবলই বাড়ছে দীর্ঘশ্বাস। জীবন চালাতে গলদঘর্ম অবস্থা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার। যদিও খোদ বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আপাতত কোনো সুখবর মিলছে না নিত্যপণ্যের বাজারে।  

তাদের আশঙ্কা, আরও অন্তত একমাস উর্ধ্বমুখী থাকবে পেঁয়াজের বাজার।

স্বস্তি আসবে না  চিনি বা তেলের ক্ষেত্রেও। পরিস্থিতি সামলাতে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার, নিরবিচ্ছিন্ন সরবরাহ ও বাজার মনিটরিং জোরদারসহ নানা পরিকল্পনার কথাও জানিয়েছে তারা।  

কদিন ধরেই আগুন নিত্যপণ্যের বাজারে। পেঁয়াজ, চিনি, তেল থেকে শুরু করে সবজি, মাছ ও মাংসসহ প্রায় সবকিছুর দাম হু হু করে বাড়ছে।

যাতে নাভিঃশ্বাস সাধারণ ক্রেতাদের। বলা হচ্ছে, হঠাৎ করে এক মাসের ব্যবধানে পণ্যের এমন মূল্যবৃদ্ধি নিকট অতিতে হয়নি।

আরও পড়ুন:


শেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

টানা পাঁচ দিন ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

অনলাইনে চালু হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন!

আবারও ফেরি চলাচল বন্ধ


কেন এই অবস্থা? করণীয় কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক। মন্ত্রীর ভার্চুয়াল অংশগ্রহনে বৈঠকে অংশ নেন ব্যবসায়ী নেতা, টিসিবি, ভোক্তা অধিকার ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।  

বৈঠক শেষে বাণিজ্য সচিব জানান, পেঁয়াজের বাজার বাড়তি থাকবে আরো অন্তত এক মাস।  

চিনি, তেল ও অন্যান্য নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়সহ সবার সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়ার কথাও জানান সচিব।  

পণ্যের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাজার কারসাজির বিষয়টিও গুরুত্বের সাথে নজরদারিতে রাখা হচ্ছে।  
পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হবে বলেও দাবি করেন মন্ত্রী।  

news24bd.tv/ কামরুল