রাঙামাটির সড়ক যোগাযোগের উন্নতি হওয়ায় আমূল পরিবর্তন

Other

রাঙামাটির রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের সড়ক উন্নয়নের ফলে উন্নতির ছোঁয়া লেগেছে পাহাড়বাসীর জীবনে। জুম চাষীদের জীবনেও এসেছে পরিবর্তন। এ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যালয়মুখী করেছে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদেরও। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এ সড়ক উন্নয়ন করেছে রাঙামাটি জেলা পরিষদ।

রাঙামাটির দুর্গম উপজেলা রাজস্থলী। এ উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের একটি অংশের বাস পাইন্দং, শ্মশানঘাট, তুরগুপাড়া, ইসলামপুর, বালুমুড়া, কেচি পাড়া ও কমলছড়ি পাড়ায়। কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় ভোগান্তির কমতি ছিলনা এ অঞ্চলের মানুষের।  
সম্প্রতি এ অঞ্চলে সড়ক যোগাযোগের উন্নতি হওয়ায় আমূল পরিবর্তন এসেছে এখানের পাহাড়ে বাস করা মানুষের জীবনে।

 

আরও পড়ুন:


শেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

টানা পাঁচ দিন ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

অনলাইনে চালু হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন!

আবারও ফেরি চলাচল বন্ধ


৬০ লাখ টাকা ব্যয়ে এ সড়ক উন্নয়নে এখন পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ২৫শতাংশ।   ২০১৯-২০ অর্থবছরে শুরু হওয়া এ সড়কটির উন্নয়নের কাজ শেষ হলে এর সুফল ভোগ করবে স্থানীয়রা, দাবি  জেলা পরিষদের।

পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন মান্নোয়নের জন্য সড়ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে জেলা পরিষদ।
তাদের মতে, রাজস্থলীর পাশাপাশি রাঙামাটির অন্যান্য দুর্গম উপজেলাগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে উঠতো পাহাড়ে বসবাসরত মানুষেরা।  

news24bd.tv/ কামরুল