না বুঝে ফেসবুকে কোন স্ট্যাটাস কিংবা শেয়ার করবেন না: ধর্ম প্রতিমন্ত্রী

না বুঝে ফেসবুকে কোন স্ট্যাটাস কিংবা শেয়ার করবেন না: ধর্ম প্রতিমন্ত্রী

Other

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশ বিরোধী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তৎপর। না বুঝে ফেসবুকে কোন কিছু স্ট্যাটাস দেয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বরিশালে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনামূলক দিনব্যাপী প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করতে স্বাধীনতা বিরোধী চক্র অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন


লক্ষ্মীপুরে শিশু নুসরাত ধর্ষণ ও হত্যা মামলায় শাহ আলমের ফাঁসি

মাঝ রাতে ডেকে নিয়ে পানিতে স্ত্রীকে চুবিয়ে হত্যা করল স্বামী

শৈলকুপায় গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে এনজিও উধাও

ভাসানচরে জাতিসংঘ যুক্ত হওয়ায় কক্সবাজারে রোহিঙ্গাদের আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ


বরিশাল নগরীর কাশীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এতে বিভিন্ন  ধর্মের প্রতিনিধারা অংশগ্রহন করেন।

news24bd.tv এসএম