টিকা দেওয়া দর্শনার্থীদের জন্য আবার খুলছে থাইল্যান্ড

টিকা দেওয়া দর্শনার্থীদের জন্য আবার খুলছে থাইল্যান্ড

অনলাইন ডেস্ক

ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন ছাড়াই ১ নভেম্বর থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ড। কমপক্ষে ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশ থেকে টিকা নেওয়া দর্শনার্থীদের জন্য এই পরিকল্পনা করেছে দেশটি।   দেশটির কর্মকর্তারাদের বরাত দিয়ে খবরটি জানায় বিবিসি।

দেশটির প্রধানমন্ত্রী প্রাইউথ চান-ওচা বলেন, এই সিদ্ধান্তটা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও দেশের পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ।

 

কম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ১০টির মধ্যে রয়েছে যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বিনোদন কেন্দ্র খোলা ও অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে। আজ সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন, সেই দশটি দেশের দর্শনার্থীরা করোনা নেগেটিভ রিপোর্ট দেখিয়ে অবাধে ভ্রমণ করতে পারবেন।


 
ভাষণে প্রাইউথ বলেন, তবে সংক্রমণ বেড়ে গেলে সরকার যে কোন সিদ্ধান্ত নিতে পারে।

news24bd.tv/এমি-জান্নাত