আগামী জাতীয় নির্বাচনে নিজেদের প্রতীকে লড়তে প্রস্তুতি নিচ্ছে ওয়ার্কার্স পার্টি

Other

১৪ দল লক্ষ্যচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। আগামী নির্বাচনে তার দল নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।  

নিউজ টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার যে সুযোগ ছিলো, সেটিও হাত ছাড়া হয়ে গেছে।  

আওয়ামী লীগ মাঠ পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু জোটের শরীক ওয়ার্কার্স পার্টির প্রস্তুতি এখনই নয়। দলটির এই শীর্ষ নেতার দাবি, যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ১৪ দল গঠন করা হয়েছিল, সেখান থেকে সরে এসেছে আওয়ামী লীগ।

আগের ভোট ছিল উৎসবের। এখন ভোটকেন্দ্র ফাঁকা থাকে।

প্রার্থী হওয়ার সাহস করেন না যোগ্যরা। স্থানীয় সরকার নির্বাচনে ভোটের প্রতি মানুষের আস্থা ফেরানো সুযোগ ছিল, সেটিও নষ্ট করছে জোটের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ।

আরও পড়ুন:


স্ত্রী ও ছেলেসহ ডিবি কার্যালয়ে মুসা বিন শমসের 

ভারতে পর্যটক ভিসার আবেদন শুরু

মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী নাজিরা মৌ

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে ২০০ এর বেশি নারীর নিয়োগ


শুধু ক্ষমতায় যেতে আর থাকতে ১৪ দল গঠন করা হয়নি। ওয়ার্কার্স পার্টি এখনও ১৪ দল থাকার পক্ষে। তবে দীর্ঘসময় ধরে যে মতভেদ তৈরি হয়েছে, সেটি দূর করতে বৈঠক জরুরি।

আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে প্রার্থী হওয়ার বিষয়টিও চিন্তা-ভাবনায় রাখছে ওয়ার্কার্স পার্টি।

news24bd.tv নাজিম