রাজধানীতে মোটরসাইকেল শোরুমে ডাকাতি, আহত ২

রাজধানীতে মোটরসাইকেল শোরুমে ডাকাতি, আহত ২

অনলাইন ডেস্ক

রাজধানীর শ্যামলীতে ‘ইডেন অটোস’  নামে একটি মোটরসাইকেল শোরুমের ম্যানেজার ও টেকনিশিয়ানকে কুপিয়ে টাকা-পয়সা নিয়ে পালিয়েছে ১০-১২ জনের ডাকাত দল। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শোরুমের ম্যানেজার ওয়াদুদ সজীব (৩৮) ও টেকনিশিয়ান হাসান (২৭)। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানের মালিক আব্দুল খালেক জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০–১২ জন দেশীয় অস্ত্র নিয়ে শোরুমে ঢুকে উপর্যুপরি কুপিয়ে দুই কর্মীকে আহত করে। পরে ক্যাশবাক্সে থাকা অর্থ নিয়ে পালিয়ে যায়।  

আবুল খালেক জানান, ক্যাশবাক্সে কত টাকা ছিল, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রতিদিন চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল বিক্রি হয়।

তবে আজ কত টাকা বিক্রি হয়েছে, এটা হিসাব করা হয়নি।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত দুজনই চিকিৎসাধীন আছেন।   বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

news24bd.tv/আলী