বিশ্বকাপ বাছাই পর্বে রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেল পর্তুগাল

বিশ্বকাপ বাছাই পর্বে রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেল পর্তুগাল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞলে এ গ্রুপের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে লুক্সেমবার্গকে ৫-০ গোলে বিদ্ধস্ত করেছে পর্তুগাল। আর এ জয়ে এ গ্রুপের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সান্তোসের শিষ্যরা। এদিকে, আই গ্রুপের ম্যাচে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে থ্রী লায়ন্সরা।

 

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছই পর্বের এ গ্রুপের ম্যাচে লুক্সেমার্গের বিপক্ষে মাঠে নেমেছিলো পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগিজরা। ফলসস্বরুপ ম্যাচর অষ্টম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায় পর্তুগাল। বার্নার্দো সিলভাকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।

 

দুই মিনিট পর আবার পেনাল্টি পায় পর্তুগাল। এবার ডি-বক্সে রোনালদোকেই ফাউল করেন লুক্সেমবার্গ গোলরক্ষক এন্থনি মরিস। ফলে, সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুন করেন রোনালদো।  

১৭ মিনিটে সিলভার থ্রু বল ধরে নিচু শটে জালে বল জড়ান ফার্নান্দেস। ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর লম্বা সময় পর্তুগিজদের আক্রমণ সামলে যায় লুক্সেমবার্ঘ তবে, ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান আরো বাড়ায় সান্তোসের শিষ্যরা। ফার্নান্দেসের কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্য ভেদ করেন জোয়াও পালিনিয়া।  

আরও পড়ুন:


জামাইয়ের বঁটির কোপে শ্বশুরের মৃত্যু

নিজের গায়ে আগুন দেওয়া সেই শিক্ষার্থী মারা গেছেন

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে আজ

কাতারের টিকিট নিশ্চিত করল জার্মানি


৮৭ মিনিটে রুবেন নেভেসের দুর্দান্ত ক্রসে চমৎকার হেডে গোলরক্ষক পরাস্ত করে নিজের হ্যাট্রিকের পাশাপাশি, দলের বড় জয় নিশ্চিত করেন রোনালদো। পর্তুগালের জার্সি গায়ে এটি তার দশম হ্যাটট্রিক।

news24bd.tv রিমু