করোনায় বিশ্বে ৪৮ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু

করোনায় বিশ্বে ৪৮ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৮ লাখ ৬৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৩ কোটি ৮৬ লাখের বেশি মানুষ।

আজ সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৮১৭ মানুষ শনাক্ত হয়েছেন আর প্রাণ গেছে ৪৮ লাখ ৬৪ হাজার ৬৩২ জনের।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৯৯৩ জন এবং মারা গেছেন ৭ লাখ ১৬ হাজার ৪৪৭ জন।

আরও পড়ুন:


মুসা বিন শমসেরের কিছুই নেই, তিনি ভুয়া মানুষ: পুলিশ

‘ডু অর ডাই’ ম্যাচে বিকেলে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী নাজিরা মৌ

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে ২০০ এর বেশি নারীর নিয়োগ


আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৯২০ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৯৬৩ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৬৫১ কোটি ৩৭ লাখ ৭ হাজার ৩০৬ ডোজ।

news24bd.tv নাজিম