৪৩ যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গেল বাস

৪৩ যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গেল বাস

অনলাইন ডেস্ক

পাহাড়ি সড়ক থেকে বাস ছিটকে পড়ে নেপালে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের পর দেশটির উত্তর-পশ্চিমে মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মুগু জেলা দিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে ছিটকে পড়ে বাসটি পাহাড়ে গড়িয়ে পড়তে থাকে।

তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায় নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করে বাসটি দুর্ঘটনায় পড়তে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ধর্মীয় উৎসব 'দাশাইন' উদযাপনের পর তারা বাড়ি ফিরছিল। দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

আরও ১২ জন আহত যাত্রীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এদের মধ্যে গুরুতর আহতদের হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:

মুসা বিন শমসেরের কিছুই নেই, তিনি ভুয়া মানুষ: পুলিশ

‘ডু অর ডাই’ ম্যাচে বিকেলে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ইউপি নির্বাচনে আ. লীগের মনোনয়ন, দেড় শর বেশি প্রার্থী বদলের চাপ

করোনায় বিশ্বে ৪৮ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু


নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

news24bd.tv/ নকিব