এবার নৌকা পেলেন ‘সাবেক শিবির নেতা’

এবার নৌকা পেলেন ‘সাবেক শিবির নেতা’

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়িয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন আতাহার আলী। তিনি এক সময়ের শিবির নেতা এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা।  

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাঁকে সাবেক শিবির নেতা বলে অভিহিত করছেন। তার নৌকার টিকিট পাওয়ার বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা সহজভাবে মেনে নিতে পারছেন না।

উপজেলা আওয়ামী লীগের সদস্য এজিদুল হক জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আতাহার আলী ফুলবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর একজন সক্রিয় সদস্য ছিলেন। এর আগে তিনি শিবির করতেন। তিনি কখনো আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না।  

আরও পড়ুন:


মুসা বিন শমসেরের কিছুই নেই, তিনি ভুয়া মানুষ: পুলিশ

‘ডু অর ডাই’ ম্যাচে বিকেলে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী নাজিরা মৌ

মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদে ২০০ এর বেশি নারীর নিয়োগ


তবে অভিযোগ উড়িয়ে দিয়ে আতাহার আলী বলেন, আমি কখনো শিবির করেননি।

আমার পরিবারের লোকজন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।  

তিনি আরও বলেন, আমি দুই বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আছি। এর আগে মৎস্যজীবী লীগের কমিটিতে ছিলাম।

এর আগে, নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল হককে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠে। আশরাফুল হকের বাবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে আছেন।

news24bd.tv নাজিম