চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলম ডাকাত নিহত

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলম ডাকাত নিহত

Other

চট্টগ্রাম বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে আলমগীর ওরফে আলম ডাকাত নামে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বাঁশখালী উপজেলার কন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে ২টি ওয়ান সুটার গান, একটি এলজি, একটি ফল্ডিং চাকু, ১১ রাউন্ড তাজাগুলি, ২টি রামদা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার কন্ডামারা এলাকায় অভিযানে নামে র‌্যাব-৭ এর বিশেষ দল। এ সময় ওই এলাকার পরিচিত আলমগীর ওরফে আলম ডাকাত দলবল নিয়ে নিজেদের আস্থানায় অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। র‌্যাব তাদের পিছু করলে ডাকাত দল র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়ে।
আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

আরও পড়ুন


নির্বাচন নিয়ে বিএনপির নীতি রাষ্ট্রঘাতী: ওবায়দুল কাদের

দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং: বহিস্কৃত যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

বাংলাদেশ থেকে কর্মী নিতে প্রস্তাব, সার্বিয়া প্রেসিডেন্টের সম্মতি

গাজীপুরের বাক প্রতিবন্ধি বাছিরন নেছা পেলেন মাথা গোঁজার ঠাঁই


এসময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এক পর্যায়ে র‌্যাবের গুলিতে ডাকাত দলের প্রধান আলম ডাকাত ঘটনাস্থলে নিহত হয়। এসময় তার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা এসআই লিটন চাকাম জানান, লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

news24bd.tv এসএম