হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী আজ শুরু হয়েছে নবমী পূজা।
আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে। নবমী পূজার এদিনে দেবীকে প্রাণভরে দেখবে ভক্তকুল।
নবমী হচ্ছে উৎসবের রাত। এ ছাড়া নবমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখার জন্য ভিড় হয় দর্শনার্থীদের। তবে করোনাভাইরাসের কারণে এবার পূজার উৎসবের আয়োজন সীমিতি করা হয়েছে।
news24bd.tv নাজিম