নির্বাচন কমিশনে থাকাকালে রাজনৈতিক কথা বলা লজ্জাজনক: হানিফ

নির্বাচন কমিশনে থাকাকালে রাজনৈতিক কথা বলা লজ্জাজনক: হানিফ

Other

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশনে দায়িত্বে থাকাকালে কেউ রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বললে তা জাতির জন্য লজ্জাজনক।

আজ বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে দুইটি ১০ তলা বিশিষ্ট ছাত্র-ছাত্রী আবাসিক হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘স্বাধীনতায় বিশ্বাস করে না যারা তারাই দেশের উন্নয়ন অগ্রগতি দেখতে পারে না। স্বাধীনতা বিরোধীরা সরকারের উন্নয়ন অগ্রগতি মেনে নিতে কষ্ট হয় বলেই অন্তরজ্বালা থেকে বিভ্রান্তিকর মন্তব্য করে থাকেন।

আরও পড়ুন


পাহাড়ে কোমর তাঁতে তৈরি হবে না কঠিন চীবর, উৎসবেও সীমাবদ্ধতা

শাহরুখপুত্র গ্রেপ্তারে বলিউড নিয়ে যা বললেন শত্রুঘ্ন সিন্‌হা

মা-বাবার সেবাযত্নসহ ৬টি শর্তে ৭০ শিশুকে মুক্তি দিয়েছেন আদালত

আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখছে: মির্জা ফখরুল


তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রগতি মেনে নিতে কষ্ঠ হয় বলেই অন্তরজালা থেকে স্বাধীনতা বিরোধীরা বিভ্রান্তিকর মন্তব্য করে থাকেন।

ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শেখ আবদুস সালাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

news24bd.tv এসএম