বউ নিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা ফেটে কনের দাদির মুত্যু

বউ নিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা ফেটে কনের দাদির মুত্যু

অনলাইন ডেস্ক

বরের গাড়ির পেছনের চাকা ফেটে গাড়িতে থাকা কনের দাদি মোহসেনা বেগম (৬৫) নিহত হয়েছেন। এ সময় ওই গাড়িতে থাকা বর-কনেসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) ভোরে নীলফামারীর কিশোরীগঞ্জ  উপজেলার রংপুর সড়কের বড়ভিটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহসেনা বেগম জেলার জলঢাকা উপজেলার নেকবক্ত কুঠিপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী।

কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে কিশোরীগঞ্জ উপজেলার কেশবা গ্রামের বুদা মাহমুদের ছেলে আলিমুল হক (২৩) বরযাত্রীসহ বিয়ে করতে যান পার্শ্ববতী জলঢাকা উপজেলার নেকবক্ত কুঠিপাড়া গ্রামে। সেখানে সোহরাব হোসেনের মেয়ে আফিয়া বেগমের (১৯) সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার ভোরে কনেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বর-কনেকে নিয়ে যাওয়া প্রাইভেটকারে  কনের দাদি মোহসেনা বেগম (৬৫) ও নানি জোবেদা বেগম (৬৭) দানি বুড়ি হিসেবে কনের সঙ্গে নাতি জামাইয়ের বাড়ি আসছিলেন।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


 

এদিকে জলঢাকা-কিশোরীগঞ্জ রংপুর সড়কের বড়ভিটা বাজার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারটির পেছনের ডান দিকের চাকা ফেটে গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। অন্য গাড়ির বরযাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কনের দাদী মোহসেনা বেগমের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। ঘটনার সময় চালক নাঈম (২৫) পালিয়ে যান।  

news24bd.tv/আলী