ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে ওমান চট্টগ্রাম সমিতি

ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে ওমান চট্টগ্রাম সমিতি

অনলাইন ডেস্ক

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাবে প্রবাসী বাংলাদেশিসহ দুর্গত এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে।  

ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে প্রবাসে মানবতার সেবায় নিয়োজিত চট্টগ্রাম সমিতি ওমান।  

সংগঠনটির পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আল-সুইক, আল বিদিয়া, আল কাবুরা, আল খাদারা, আল কাছবিয়া এলাকায় মানুষের মাঝে জরুরি খাদ্যসহ মানবিক সহায়তা বিতরণ করা হয়।

ওই দিন রাজধানী মাস্কাট থেকে সমিতির সভাপতি এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরীসহ ৬০ জনের একটি দল ক্ষতিগ্রস্ত এলাকায় যায়। সেখানে এক হাজার প্রবাসীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সাত কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল- চাল, ডাল, তেল, আলু পিয়াজ।

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


কর্মসূচিতে সংগঠনের আজীবন দাতা সদস্য তৌহিদুল আলম সিআইপি, আবু ইউসুফ, মনসুর আলম মুছা, আবু বক্কর, জানে আলম, ইঞ্জিনিয়ার শহীদ, সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ , নুরুল ইসলাম নুরু, প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, অর্থ সম্পাদক নাসির মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন, কার্যকরী পরিষদের সম্পাদক আব্বাস উদ্দিন, আব্দুর রাজ্জাক, জুয়েল ওয়াহিদ, রহিম উল্লাহ, সেলিম নুর, মোহাম্মদ সেকান্দর, আজিজ মোহাম্মদ, মঞ্জুরুল আলম অংশ নেন।

এছাড়া সহায়তায় ছিলেন টিপু সরোয়ার, জাহাঙ্গীর, সোহেল, পারভেজ, রাশেদ, বেলাল, মুবিন, হাসান, রিয়াদ এনাম, আব্দুস সাত্তার, ফোরকানসহ অনেকে।

news24bd.tv/আলী