তিন সন্তানের মাকে গলা কেটে হত্যা!

তিন সন্তানের মাকে গলা কেটে হত্যা!

অনলাইন ডেস্ক

তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যার অভিযোগে সন্দেহভাজন আটক দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঘটনাটি ঘটে ফরিদপুরের বোয়ালমারীতে।  

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন গতকাল বুধবার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ উভয়পক্ষের শুনানী শেষে দুই আসামি দেলোয়ার চৌধুরী ও রবিউলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।   

আদালত সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিনের যেকোনো সময় বোয়ালমারী পৌরসভার আধারকোঠা গ্রামের মো. আবুল খায়ের মন্ডলের স্ত্রী নিলুফা ইয়াসমিনকে দুর্বত্তরা গলা কেটে হত্যা করে বাড়ির বাথরুমের সেফটি ট্যাংকের মধ্যে মৃতদেহ ফেলে রাখে।

এ ঘটনায় নিহতের ছেলে মো. ইমরান হোসেন (২১) বাদি হয়ে গত রবিবার (৯ অক্টোবর) রাত সোয়া ১১টায় অজ্ঞাতনামা কয়েকজনসহ সন্দেহজনক ছয়জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা করেন।

এর আগে, মঙ্গলবার (১২ অক্টোবর) সন্দেভাজন দুই আসামি দেলোয়ার চৌধুরী ও রবিউলকে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে বোয়ালমারী থানা পুলিশ। এ মামলায় সন্দেহভাজন অপর আসামিরা হলেন জাহিদুল ইসলাম, রাজু, নাহিদ আলম ও মনির।

আরও পড়ুন:


মাথার টুপিতে ৭৩৫টি ডিম নিয়ে গিনেস রেকর্ড! (ভিডিও)

দেশে প্রথমবারের মতো শিশুদের পরীক্ষামূলক টিকাদান শুরু আজ

গোপনে বিয়ে সারলেন স্বস্তিকা!

নিজের গায়ে আগুন দেওয়া সেই শিক্ষার্থী মারা গেছেন


এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, আসামিদের আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানী শেষে গ্রেফতারকৃত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া লাশ পাওয়া টয়লেটের ট্যাংকি পানি নিষ্কাশন করে সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি দাঁ, একটি বটি উদ্ধার করা হয়েছে।

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক