স্ত্রীকে সাপের ছোবলে খুন, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীকে সাপের ছোবলে খুন, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

নিজের স্ত্রীকে গোখরো সাপের ছোবলে খুন করার অভিযোগ উঠে ভারতের কেরালার এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ রুপি জরিমানা করেছে কেরালার আদালত। খবর আনন্দবাজার পত্রিকার।

অভিযুক্তের নাম সূরয এস কুমার।

২০২০ সালের মার্চে নিজের স্ত্রী উথরাকে গোখরো সাপের ছোবলে খুন করার অভিযোগ উঠেছিল সূরযের বিরুদ্ধে।

পুলিশ জানায়, গোখরো এবং বোড়া সাপ কী ভাবে পাওয়া যায় তা নিয়ে অনেক দিন অনলাইনে খোঁজ করেছিলেন সূরয। শুধু তাই নয়, কী ভাবে গোখরোর বিষ বের করা হয় সেই ভিডিও দেখেছিলেন চার বার। অনেক খোঁজাখুঁজির পর সুরেশ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় কেরালার বাসিন্দা সূরযের।

দশ এবং সাত হাজার টাকার বিনিময়ে সুরেশের কাছ থেকে দু’টি সাপ কেনেন তিনি।

অভিযোগ উঠেছে, উথরা যখন বাবার বাড়িতে ছিলেন সেসময়ই তাকে সাপের ছোবল দিয়ে খুন করা হয়। এ ঘটনার পরই মেয়েকে সাপের ছোবলে খুন করার অভিযোগ তোলে উথরার পরিবার।  

আরও পড়ুন:

মুসা বিন শমসেরের কিছুই নেই, তিনি ভুয়া মানুষ: পুলিশ

‘ডু অর ডাই’ ম্যাচে বিকেলে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

মার্কিন দূতাবাসে রহস্যজনক হাভানা সিনড্রোমের হানা

৪৩ যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গেল বাস


কেরালার কোলামের পুলিশ সুপার এসপি হরিশঙ্কর জানান, প্রথমে ওই ঘটনাকে স্বাভাবিক সাপের কামড় বলে চালাতে চেয়েছিলেন সূরয। তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত। পণের জন্য উথরার উপর অত্যাচার চালাতেন বলেও অভিযোগ উঠেছে সূরযের বিরুদ্ধে।

news24bd.tv/ নকিব