ব্যান্ডে যোগ দিতে ছেলে সাজলো ১৩ বছরের কিশোরী, অতঃপর...

ব্যান্ডে যোগ দিতে ছেলে সাজলো ১৩ বছরের কিশোরী, অতঃপর...

অনলাইন ডেস্ক

একটি ছেলেদের গানের ব্যান্ডে যোগ দেয়ার জন্য ছেলে সেজে ভক্তদের 'প্রতারণা' করার জন্য দুঃখপ্রকাশ করেছেন ১৩ বছর বয়সী এক কিশোরী। ফু জিয়াইউয়ান নামে চীনের এই কিশোরী ইয়ুথ ক্লাব নামে ছেলেদের ব্যান্ডে মাঠপর্যায়ের একজন সদস্য হিসেবে যোগ দেন। খবর বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, একজন ইন্টারনেট ব্যবহারকারী ফু-এর গোপন তথ্য প্রকাশ করে দিলে তিনি ভক্তদের কাছে ক্ষমা চান।

তথ্য প্রকাশ ও ক্ষমা চাওয়ার ঘটনায় ব্যান্ডের অনেক ভক্ত জানিয়েছেন, এটা সাংঘাতিক কোন ঘটনা নয়। তবে এই ঘটনার দায় মাথায় নিয়ে বিনোদন জগত থেকে বিদায় নেবেন বলে জানিয়েছেন ফু।

news24bd.tv

এক বিবৃতিতে ফু জিয়াইউয়ান বলেন, যারা আমাকে বিশ্বাস করেছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি কথা দিচ্ছি, বিনোদন জগতে আর আমি আসব না।

ভবিষ্যতে কোনরকম ভিডিও প্ল্যাটফর্মে আর আমাকে কখনও দেখতে পাবেন না।

তবে ব্যান্ডের রিক্রুটমেন্টের দায়িত্বে থাকা সংস্থাটি বলছে মহামারির কারণে শিল্পীদের অডিশন নেয়া হয়েছিল অনলাইনে, সে কারণেই এই ভুল হয়েছে।

আরও পড়ুন:

 

লুটপাটের টার্গেট ছিল ৩৩২ কোটি টাকা

দেশে প্রথমবারের মতো শিশুদের পরীক্ষামূলক টিকাদান শুরু আজ

 

মার্কিন দূতাবাসে রহস্যজনক হাভানা সিনড্রোমের হানা

৪৩ যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গেল বাস


তারা এক বিবৃতিতে জানায়, আমাদের কর্মচারীরা তাদের কাজের পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করার ক্ষেত্রে গাফিলতি করেছে। ভবিষ্যতে আমরা সংস্থার নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করব।

তবে বহু ভক্ত মিজ ফুর পক্ষে কথা বলেছেন। অনেকেই ঠাট্টা করে চীনা লোকগাঁথার নায়িকা মুলানের সাথে তাকে তুলনা করেছেন।

news24bd.tv/ নকিব