দর্শকদের চাপে কলকাতার বুর্জ খলিফা বন্ধ

দর্শকদের চাপে কলকাতার বুর্জ খলিফা বন্ধ

অনলাইন ডেস্ক

বিতর্কের জেরে বন্ধ হয়ে গেল দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি কলকাতার বুর্জ খলিফা পূজার প্যান্ডেল। বুধবার অষ্টমীতে ভিড়ের কারণে এই বিশাল প্যান্ডেলটি বন্ধ করে দেয়া হয় বলে দাবি করেছে স্থানীয় পুলিশ। খবর ডয়চে ভেলের।

কলকাতার শ্রীভূমিতে তৈরি প্যান্ডেলটিতে লাগানো হয়েছিল শক্তিশালী লেজার লাইট।

এর ফলে অনেক দূর থেকেই দেখা যেতে থাকে চমকপ্রদ এই প্যান্ডেলটি। এরই মধ্যে কয়েকজন পাইলট অভিযোগ করেন বুর্জ খলিফার আলোয় রাতে বিমানবন্দরে নামতে অসুবিধা হচ্ছে তাদের। এরপরই অবশ্য রাজ্যটির মন্ত্রী সুজিত বসুর নির্দেশে প্যান্ডেলের শক্তিশালী লেজারের আলো বন্ধ করে দেওয়া হয়।

তবে আলো বন্ধ হলেও মানুষের উৎসাহ তখন তুঙ্গে।

করোনাভাইরাস বিধিনিষেধের কথা ভুলে মানুষজন প্যান্ডেলের বাইরে লাইন দিতে শুরু করেন। এর ফলে পূজা শুরুর আগেই বিমানবন্দরে যাওয়ার রাস্তায় যানজট তৈরি হয়।

এমনকি এসময় রাজ্য সরকারের করোনাবিধি কেউ মানছে না বলেও অভিযোগ ওঠে। ফলে অষ্টমীতে ভিড় কমাতে প্যান্ডেলে ঢোকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন:

লুটপাটের টার্গেট ছিল ৩৩২ কোটি টাকা

দেশে প্রথমবারের মতো শিশুদের পরীক্ষামূলক টিকাদান শুরু আজ

মার্কিন দূতাবাসে রহস্যজনক হাভানা সিনড্রোমের হানা

৪৩ যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গেল বাস


প্রসঙ্গত, গতবছর দেশটির হাইকোর্টের হস্তক্ষেপে পূজার সময় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু এবছর করোনার প্রকোপ কমে আসায় অনেক নিয়মই কিছুটা শিথিল হয়ে পড়েছে। ফলে এবছর রাজ্যটিতে করোনাবিধি তেমন মানাও হচ্ছে না।

news24bd.tv/ নকিব