বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপে আলোচনা সভা ও নৈশভোজ

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপে আলোচনা সভা ও নৈশভোজ

অনলাইন ডেস্ক

এশিয়ার বিশ্বকাপ খ্যাত ফুটবলের সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের নিয়ে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মালদ্বীপ ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রর্দশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

এসময় অনুষ্ঠানে মালদ্বীপে অবস্থানরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এছাড়াও বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বক্তব্য রাখেন।

আরও পড়ুন


একাই ৫৫০টি কেক কেটে জন্মদিন পালন করলেন যুবক!

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা দিল মাউশি

প্রলোভন দেখিয়ে অর্ধশত নারীকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে বিক্রি, গ্রেপ্তার ৮

আজ মহানবমী, কাল বিদায় নেবে দেবীদূর্গা


রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এর আগে একসঙ্গে এত সাংবাদিক মালদ্বীপের মাটিতে আসেননি। সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আপনারা এসেছেন বাংলাদেশ থেকে; মালদ্বীপে আমরা অনেক আনন্দিত।

news24bd.tv এসএম