নিজ বাড়ি থেকে কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের মরদেহ উদ্ধার

নিজ বাড়ি থেকে কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেট অ্যাগনেস টিরপ নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রক্তাক্ত মরদেহ ইটেন শহরের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে টিরপকে। এই হত্যার পুলিশ তার স্বামীকে সন্দেহ করছে বলে জানা গেছে।

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ মেডেল জেতেন টিরপ। ২৫ বছর বয়সী এই অ্যাথলেট দুই মাস আগে অলিম্পিকে ৫ হাজার মিটারে চতুর্থ হয়েছিলেন।

গত মাসে, জার্মানিতে ১০ কিলোমিটার নারী ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েন টিরপ।

আরও পড়ুন


বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপে আলোচনা সভা ও নৈশভোজ

একাই ৫৫০টি কেক কেটে জন্মদিন পালন করলেন যুবক!

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা দিল মাউশি

প্রলোভন দেখিয়ে অর্ধশত নারীকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে বিক্রি, গ্রেপ্তার ৮


বিশ্বরেকর্ডধারী এই অ্যাথলেটের মৃত্যুর পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে টিরপের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার স্বামীকে খুঁজছে পুলিশ।  

বুধবার, ঘটনার দিন টিরপের বাড়িতে যান তদন্তকারীরা। ওই এলাকার পুলিশ প্রধান টম মাকোরি মনে করছেন, বাড়ির সিসিটিভি এই তদন্ত এগিয়ে নিতে তাদের সাহায্য করবে।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর