দুবাইয়ে ১১৮ ক্যারেট হীরার টুকরো, দাম কত?

দুবাইয়ে ১১৮ ক্যারেট হীরার টুকরো, দাম কত?

অনলাইন ডেস্ক

দুবাইয়ে ডায়মন্ড এক্সচেঞ্জে ১১৮.৫৮ ক্যারেটের একটি অমসৃণ হীরা বিক্রি হয়েছে ৫.২১ মিলিয়ন মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৪ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি ক্যারেটের মূল্য পড়েছে ৪৪ হাজার ৪ ডলার বা, ৩৭ লাখ ৫৬ হাজার টাকা। খবর গালফ নিউজের।

দুবাইয়ে অনুষ্ঠিত একটি নিলামে হীরাটি বিক্রি করা হয়।

নিলামের আয়োজন করে ট্রান্স আটলান্টিক জেমস সেলস। গত ডিসেম্বরে একটি নিলাম অনুষ্ঠানে সর্বোচ্চ ৮৭ মিলিয়ন ডলারের হীরা বিক্রি হয়। এ নিয়ে গত ডিসেম্বর থেকে দুবাইয়ে দুইটি 'হাই-ভোল্টেজ' হীরার নিলাম অনুষ্ঠিত হল।

দুবাই ডায়মন্ড এক্সচেঞ্জের অধীনে পরিচালিত ডিএমসিসির এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও আহমেদ বিন সুলায়েম বলেন, আগামী ছয় মাসের মধ্যে আমরা আমাদের ধারণক্ষমতা তিনগুণ করতে চাই।

 

আরও পড়ুন:

নরওয়েতে তীর-ধনুক নিয়ে সুপারমার্কেটে হামলা, নিহত ৫

নরওয়েতে তীর-ধনুক হাতে আক্রমণকারী ছিলেন 'ধর্মান্তরিত মুসলিম'

শাকিব খানের সঙ্গে নৈশভোজের দাওয়াত পাচ্ছেন সেই গৃহবধূ!

করোনা ছড়ানোর ভয়ে এক দম্পতির ১২ কুকুর হত্যা


সর্বশেষ নিলামটি ভারত, ইসরায়েল এবং ইউরোপিয়ান হীরা বিক্রেতাদের নজর কেড়েছে। এই ধারা অব্যাহত রেখে দুবাইকে হীরার রাজধানী হিসেবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন ট্রান্স আটলান্টিক জেমস সেলসের স্বত্বাধিকারী অ্যান্থনি পিটারস।

news24bd.tv/ নকিব