যে কারণে নোরা ফাতেহি ও জ্যাকলিনকে ডেকে পাঠাল ইডি

যে কারণে নোরা ফাতেহি ও জ্যাকলিনকে ডেকে পাঠাল ইডি

অনলাইন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও ডান্স কুইন নোরা ফাতেহি। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই দুই অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে নোরা ইডি-র দফতরে হাজির হন।

একই সঙ্গে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকেও নতুন করে ডেকে পাঠিয়েছে সংস্থাটি।

এর আগেও নোরা-জ্যাকলিনকে ডেকে পাঠিয়েছিল ইডি। গত ২৬ সেপ্টেম্বর ইডি-র সমন সত্ত্বেও হাজিরা এড়িয়েছিলেন জ্যাকলিন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

news24bd.tv

গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, র‌্যানব্যাক্সি সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখর এবং লিনা পালের বিরুদ্ধে।

এই দু’জনেই বর্তমানে দিল্লির রোহিনী জেলে বন্দি রয়েছেন।

news24bd.tv

জেলে বন্দি এই দুই অভিযুক্তের সঙ্গে জ্যাকলিন এবং নোরার সরাসরি যোগ রয়েছে বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে জানা গেছে বলেও প্রতিবেদনে জানায় আনন্দবাজার।

আরও পড়ুন


নারীর শ্লীলতাহানি: কারাগারে পাঠানো হল কাউন্সিলর চিত্তরঞ্জনকে

ভক্তদের নতুন সুখবর দিলেন শাবনূর

ভেবেছিলাম বহুল আলোচিত ‌‘ঢাকা বোট ক্লাবটি’ দেখার সুযোগ হবে!

পূজামণ্ডপে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের


প্রতারণা, ষড়যন্ত্র ও ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করা হয় দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সুকেশ এবং অন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করতে গিয়ে ৮২ লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ও নগদ টাকা বাজেয়াপ্ত করে।

এই ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামও জড়িয়ে যায়। তার পরই তদন্তে উঠে আসে, সুকেশের সঙ্গে শ্রীলঙ্কায় থাকাকালীন জ্যাকলিনের যোগাযোগ তৈরি হয়। জেলে থাকাকালীনও জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ করতেন সুকেশ। এর পরই জড়িয়ে যায় নোরার নাম।

news24bd.tv এসএম