স্তন ক্যান্সার নিয়ে যে তথ্য অবশ্যই জানা উচিত, জানালেন দুবাইয়ের সার্জন

স্তন ক্যান্সার নিয়ে যে তথ্য অবশ্যই জানা উচিত, জানালেন দুবাইয়ের সার্জন

অনলাইন ডেস্ক

শুরুতেই শনাক্ত করা সম্ভব হলে স্তন ক্যান্সার ৯৮ শতাংশ ক্ষেত্রে নিরাময় সম্ভব বলে জানিয়েছেন দুবাইয়ের কনসালট্যান্ট সার্জন এবং স্তন বিশেষজ্ঞ ড. তাগ্রিদ আলমাহমিদ। এজন্য নারীদের নিয়মিত স্তন পরীক্ষা করানো উচিত বলেও জানান তিনি। খবর গালফ নিউজের।

ড. তাগ্রিদ দুবাইয়ের আল জাহরা হাসপাতালে কাজ করেন।

স্তন ক্যান্সার সম্পর্কে তিনি সচেতনতা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। স্তন ক্যান্সারে নারীদের ঝুঁকি সবসময়ই বেশি থাকে। তাই প্রত্যেক নারীর উচিত স্তন ক্যান্সারের লক্ষণ ও করণীয় সম্পর্কে সচেতন হওয়া।

তিনি বলেন, স্তন ক্যান্সার যেন না হয় এমন কোন উপায় নেই।

তবে শুরুতেই এটিকে শনাক্ত করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব।  

ড. আলমাহমিদ নারীদেরকে নিয়মিত স্তন ক্যান্সার চেক করার উপদেশ দেন। তিনি বলেন, আপনাকে অবশ্যই প্রতিমাসে একবার নিজে নিজেই স্তন পরীক্ষা করা উচিত। কোন অস্বাভাবিকতা থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এর পাশাপাশি প্রতি বছর অন্তত একবার হাসপাতালে গিয়ে স্তন পরীক্ষা করানো উচিত।

আরও পড়ুন:

নরওয়েতে তীর-ধনুক নিয়ে সুপারমার্কেটে হামলা, নিহত ৫

নরওয়েতে তীর-ধনুক হাতে আক্রমণকারী ছিলেন 'ধর্মান্তরিত মুসলিম'

শাকিব খানের সঙ্গে নৈশভোজের দাওয়াত পাচ্ছেন সেই গৃহবধূ!

করোনা ছড়ানোর ভয়ে এক দম্পতির ১২ কুকুর হত্যা


তিনি আরও বলেন, ২৫ থেকে ৩৯ বছর বয়সী নারীদের হাসপাতালে ক্লিনিক্যাল টেস্ট করানো উচিত এবং যদি সম্ভব হয় তবে আলট্রাসাউন্ডের মাধ্যমে এটা করাতে হবে। ৪০ এবং এর বেশি বয়সীদের প্রতিবছর ম্যামোগ্রাম করাতে হবে। এই পরীক্ষায় স্বাভাবিকভাবে বুঝতে পারার আগেই স্তন ক্যান্সার শনাক্ত করা যায়।

স্তন ক্যান্সারের লক্ষণসমূহ:

- স্তন এবং বগলের নিচে পিণ্ড, শক্ত গিট বা ঘন হওয়া

- স্তন ফুলে যাওয়া, লাল কিংবা কালো হয়ে যাওয়া

- স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন

- স্তনবৃন্তে চুলকানি অথবা র‍্যাশ

- স্তনবৃন্ত উলটে যাওয়া

- কোন একটি স্তন থেকে কোন তরল পদার্থ বের হওয়া

- স্তনে অবিরত ব্যথা অনুভূত হওয়া

news24bd.tv/ নকিব