এবার মন্তব্য নিয়ে আরও কঠোর হচ্ছে ফেসবুক

এবার মন্তব্য নিয়ে আরও কঠোর হচ্ছে ফেসবুক

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুরুত্বপুর্ণ ব্যক্তিদের পোস্টে  যৌন আক্রমণাত্মক মন্তব্য নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে ফেসবুক। ফেসবুকে দেখা যায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রায়ই 'গুরুতর' যৌন বিষয়বস্তু দিয়ে টার্গেট করা হয়। আর এ বিষয়টি সমানে আসাই এবার সেটা বন্ধে আটঘাট বেঁধে নেমেছে ফেসবুক কর্তৃপক্ষ।  

ফেসবুকের নিরাপত্তা প্রধান আন্তিগোনে ডেভিস সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, ফেসবুকের 'বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট' পলিসি আপগ্রেডের কাজ চলছে। ব্যবহারকারীদের বিরুদ্ধে সমন্বিত হয়রানি-আক্রমণ বন্ধে আমরা কাজ করছি।   

তিনি বলেন, নতুন এই নীতি হালনাগাদের অংশ হিসেবে আমরা যেকোনো প্রফাইল, গ্রুপ, পেজ অথবা ইভেন্ট অপসারণ করে দেব যদি সেটা কোনো পাবলিক ফিগার, সেলিব্রিটি, রাজনীতিবিদ বা কনটেন্ট ক্রিয়েটরের ওপর যৌন আক্রমণাত্মক হয়।  

নতুন নীতিটি যৌনতাযুক্ত ফটোশপ এবং ছবি আঁকা এবং যেকোনো অবমাননাকর সামগ্রী নিষিদ্ধ করেছে।

আমরা 'অবাঞ্ছিত যৌনতাপূর্ণ মন্তব্য' এবং 'পুনরাবৃত্তিমূলক আক্রমণগুলো' সরিয়ে দেব।

আন্তিগোনে ডেভিস আরো বলেন, পাবলিক ফিগার, রাজনীতিবিদ, সাংবাদিক, সেলিব্রিটি বা কনটেন্ট ক্রিয়েটররা ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে সরাসরি তাদের অনুসারীদের সঙ্গে যুক্ত হন।  

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


আমরা এই পরিবর্তনগুলো করেছি কারণ এই ধরনের হামলা 'জনসাধারণের চেহারা' কে অস্ত্র করতে পারে, যা অপ্রয়োজনীয় এবং প্রায়শই এই জনসাধারণের প্রতিনিধিত্বকারী কাজের সাথে সম্পর্কিত নয়।

news24bd.tv/আলী