খুলনায় মন্দিরের প্রবেশপথে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

খুলনায় মন্দিরের প্রবেশপথে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

Other

খুলনার রূপসা মহাশ্মশান ও শ্মশান কালি মন্দিরের পূজা মন্ডপের প্রবেশপথ থেকে ১৮টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর ছিল রূপসা মহাশ্মশান ও শ্মশান কালি মন্দিরের পূজামন্ডপের প্রবেশ পথে
বোমা রাখা হয়েছে। এরপর তারা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি কার্টুনের প্যাকেটে ১৮টি বোমা সদৃশ্য কৌটা দেখতে পান।

এগুলো কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা মন্দিরে দর্শনাথীদের প্রবেশ বন্ধ করে দেন। পরে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে সেগুলো নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়।
পরে দর্শনাথীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়।

আরও পড়ুন:


আওয়ামী লীগ বলেছে, তারা সেদিকে যাবে না: ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

কুমিল্লার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

উস্কানি দাতাদের গ্রেপ্তারের আভাস স্বরাষ্ট্রমন্ত্রীর

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোস্তাক আহমেদ বলেন, আমরা ১৮টি ককটেল উদ্ধার করেছি। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

news24bd.tv/তৌহিদ

সম্পর্কিত খবর