হেঁটে বাসায় ফিরছিলেন পাঁচজন, লাশ হলেন তিনজন

হেঁটে বাসায় ফিরছিলেন পাঁচজন, লাশ হলেন তিনজন

অনলাইন ডেস্ক

ফেনীর মুহুরীগঞ্জ বিসিক এলাকায় মালবাহী লরিচাপায় মোশারফ হেসেন (২২), জহিরুল (৪৫) ও সাজু (১৮) নামে তিন পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনীর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম।

আরও পড়ুন:


আওয়ামী লীগ বলেছে, তারা সেদিকে যাবে না: ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

কুমিল্লার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

উস্কানি দাতাদের গ্রেপ্তারের আভাস স্বরাষ্ট্রমন্ত্রীর

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে বিসিক থেকে কাজ শেষ করে একটি প্রতিষ্ঠানের পাঁচজন কর্মী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চারজনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও দুজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। ঘটনার পর লরিটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত তিনজনের বাড়ি জামালপুর জেলায়। তারা বিসিক এলাকায় একটি প্রতিষ্ঠানের শ্রমিক।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, লরিটি পুলিশ হেফাজতে রয়েছে। চালককেও আটক করা হয়েছে। আহত শ্রমিককে মিরসরাইয়ের বারইয়ার হাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ