মন্দির ভাঙা মামলা : নাসিরনগরে নৌকার দুই চেয়ারম্যান প্রার্থী বদল

মনোনয়ন পাওয়া দুই প্রার্থী পুতুল রানী বিশ্বাস ও ওয়াসিম আহমেদ

মন্দির ভাঙা মামলা : নাসিরনগরে নৌকার দুই চেয়ারম্যান প্রার্থী বদল

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মন্দির ভাঙা মামলায় চার্জশিটভুক্ত আসামি আলোচিত দুই চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি ও মো. আবুল হাসেমের চেয়ারম্যান পদে পুনঃদলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাদের মনোনয়ন বাতিল করেন।

তাদের স্থলে নাসিরনগর সদরে আবুল হাসেমের পরিবর্তে পুতুল রানী বিশ্বাস ও হরিপুরে দেওয়ান আতিকুরের পরিবর্তে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেওয়া হয়।

গত ২০১৬ সালের আলোচিত নাসিরনগরে মন্দির ভাঙা মামলার চার্জশিটভুক্ত দুই আসামি নাসিরনগর সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আবুল হাসেম এবং হরিপুর ইউনিয়নের দেওয়ান আতিকুর রহমানকে গত ১২ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেন।

পরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।

পরে বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র অসন্তোষ প্রকাশ করেন অনেকে।   পরে এ সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর কেন্দ্রীয় আওয়ামী লীগের টনক নড়ে। পরে বিতর্কিত দুই চোয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

 

আরও পড়ুন:


ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল নিয়ে জুয়া, ৩ জনের সাজা

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


 

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী নাসিরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল গত ১৭ অক্টোবর। বাছাই ২০ অক্টোবর, প্রত্যাহার ২৪ ও২৫ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

news24bd.tv/আলী