হাসপাতালে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

হাসপাতালে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

অনলাইন ডেস্ক

অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তবে তিনি করোনা আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে সিএনএন।

গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি হন ৭৫ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট। তবে তিনি প্রাণবন্ত আছেন বলে তথ্য দিয়েছেন তার মুখপাত্র এঞ্জেল ইউরেনা।

মূত্রনালির সংক্রমণ তার রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ায় আইসিইউতে ছিলেন তিনি।

তার চিকিৎসক জানান, অ্যান্টিবায়োটিক ও ফ্লুইড নেওয়া চলছিল। নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হন ক্লিনটন। দু'দিনের চিকিৎসা সেবার পর এখন ভালোবোধ করছেন বিল ক্লিনটন।

 

আরও পড়ুন:


চট্টগ্রামে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

বাংলাদেশের সেই খুদে লেগস্পিনারকে নিয়ে যা বললেন শচীন! (ভিডিও)

মনোনয়ন ফরম কিনতে গিয়ে জানলেন ১১ বছর আগেই মৃত!

জালিয়াতি থেকে রক্ষা পেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৫৫ কোটি টাকা


প্রসঙ্গত, ২০০৪ সালে বুকে ব্যাথা ও শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে তার বাইপাস সার্জারি করা হয়। এরপরেও বেশ কয়েকবার অসুস্থতার জন্য হাসপাতালে যেতে হয়েছিল তাকে।   

news24bd.tv রিমু