ফাইনালে কলকাতা-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, সাকিব থাকছেন কি?

ফাইনালে কলকাতা-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, সাকিব থাকছেন কি?

অনলাইন ডেস্ক

চেন্নাই সুপার কিংস আইপিএল ইতিহাসে গত আসরে প্রথমবার লিগ পর্বেই ছিটকে গিয়েছিল। আরও একবার শিরোপার লড়াইয়ে ফাইনালের সবচেয়ে পরিচিত মুখ চেন্নাই। তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। যারা কিনা ফিনিক্স পাখির জেগে উঠে ফাইনালের লড়াইয়ে।

তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের লক্ষ্য চতুর্থ শিরোপা জয়ের। আর তাদের হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে আইপিএলে দ্বিতীয় সফল দল হওয়ার মিশন কলকাতার। আজ শুক্রবার (১৫ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪তম আইপিএলের ফাইনাল।

বাংলাদেশ সময় রাত ৮টায় আরব আমিরাতের দুবাইয়ে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

আজকের ম্যাচেও কলকাতা একাদশে দেখা যেতে পারে বাংলাদেশের সাকিব আল হাসানকে।

আমিরাতে চার ম্যাচ খেলে আহামরি পারফর্ম করতে না পারলেও অধিনায়ক এউইন মর্গ্যানের আস্থা আদায় করেছেন সাকিব। দুবাইয়ে আজ ফাইনালে একাদশে থাকা স্বাভাবিক। যদিও শোনা যাচ্ছে আন্দ্রে রাসেল ফিট হলে জায়গা হারাতে পারেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।

সে যাই হোক, সাকিবের ফাইনাল খেলার অভিজ্ঞতা দুইবারই হয়েছে কলকাতার সঙ্গে। তাই কিছুটা হলেও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন তিনি।

আরও পড়ুন


ভিড়ের মধ্যে কান্না করা শিশুকে ঘিরে আসল রহস্য উদঘাটন

যে কারণে ব্রাজিলের রেফারিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেসি

সেরা গবেষকের তালিকায় ঠাকুরগাঁওয়ের প্রফেসর ড. আনোয়ার খসরু

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ছাত্রলীগ নেতার ধর্ষণ, মামলা থেকে বাঁচতে বিয়ে


ফাইনালে দুদলের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গাইকওয়াদ, ফাফ দু প্লেসি, রবিন উথাপ্পা, মঈন আলী, আম্বাতি রাইডু, মেহেন্দ্র সিং ধোনী, রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজেলউড।

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, ভেঙ্কেটেস আয়ার, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, এউইন মরগান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান/আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লোকি ফার্গুসন, শিভাম মাভি ও বরুণ চক্রবর্তী।

news24bd.tv এসএম