মধ্যরাতে একাধিক পুলিশকে পিটিয়ে আহত, বাইকার আটক

প্রতীকী ছবি

মধ্যরাতে একাধিক পুলিশকে পিটিয়ে আহত, বাইকার আটক

অনলাইন ডেস্ক

নবমীর দিন মধ্যরাতে মত্ত অবস্থায় হেলমেট না পরেই দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন ভারতের কলকাতা রাজ্যের ভবানীপুরের এক ব্যক্তি। এমন সময় পুলিশ তার বাইক থামালে তিনি কর্তব্যরত পুলিশ সার্জেন্ট এবং পুলিশকর্মীদের মারধর করে তাদের ওয়ারলেস সেট ছিনিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

অভিযুক্ত ব্যক্তির নাম সুব্রত দাস ওরফে ভিকি।

মত্ত অবস্থায় হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালানো ও পুলিশকে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে 
একাধিক মামলা হয়েছে।

অভিযোগ উঠেছে, বাইক থামাতেই আচমকা উত্তেজিত হয়ে ওঠেন ওই বাইক আরোহী। ট্রাফিক সার্জেন্টকে পেটান তিনি। এরপর আরেকজন পুলিশকর্মী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

আরও পড়ুন:

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ফাইনালে কলকাতা-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, সাকিব থাকছেন কি?

ভিড়ের মধ্যে কান্না করা শিশুকে ঘিরে আসল রহস্য উদঘাটন

যে কারণে ব্রাজিলের রেফারিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেসি


এসময় তাদের কাছ থেকে ওয়ারলেস সেটও ফিরিয়ে নেন তিনি। সেই সময় ঘটনাস্থলে এসে পৌঁছান আর এক ট্রাফিক সার্জেন্ট। তাকেও নিগ্রহ করে তার কাপড় ছিঁড়ে দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে কিছুক্ষণের মধ্যেই ওই আরোহীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

news24bd.tv/ নকিব