পরিবার বা স্কুল-মাদ্রাসা প্রকৃত মানবতার শিক্ষা দিতে ব্যর্থ

পরিবার বা স্কুল-মাদ্রাসা প্রকৃত মানবতার শিক্ষা দিতে ব্যর্থ

Other

যে দেশের শিশু-কিশোরেরা ট্রেনের জানালায় পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে আনন্দ পায়, রেলযাত্রীর মাথা ফেটে গেলে আনন্দ দ্বিগুণ হয়, বুঝতে হবে সেই দেশের প্রাথমিক শিক্ষায় বড় গণ্ডগোল আছে। তারা বড় হয়ে অন্য ধর্মের উপাসনালয়ে পাথর ছুঁড়বে এটাই স্বাভাবিক।

পরিবার বা স্কুল-মাদ্রাসা প্রকৃত মানবতার শিক্ষা দিতে ব্যর্থ বা অনিচ্ছুক। যদি কিছু করতে হয়, এখানেই করতে হবে।

শিশু বয়স থেকে সম্প্রীতির শিক্ষা রাখতে হবে পাঠ্যক্রমে, যেমন জাপানে আছে।

শিক্ষক বা হুজুরদেরকেও এই পাঠ্যক্রমের আওতায় আনতে হবে। নইলে ট্রেনের জানালায় নেট (লোহার জাল) লাগিয়ে ট্রেন হয়তো চালানো যাবে, কিন্তু অন্য কী পন্থায় মানুষের মাথা ফাটানো যায় সেই পথ খুঁজতে থাকবে সুযোগসন্ধারীরা। আলামত দেখতে পাচ্ছেন না?

news24bd.tv এসএম