আইপিএল ফাইনালে চেন্নাই-কলকাতা, কে এগিয়ে?

আইপিএল ফাইনালে চেন্নাই-কলকাতা, কে এগিয়ে?

অনলাইন ডেস্ক

দুবাইয়ে আইপিএল-২০২১ এর ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

অতীত বিচারে আজ মুখোমুখি হচ্ছে আইপিএল এর অন্যতম সফল দুইটি দল। শিরোপা সংখ্যায় অবশ্য এগিয়ে রয়েছে চেন্নাই, তবে পরিসংখ্যান দেখে অবশ্য ক্রিকেটকে বিচার করা যায় না। তবুও এক নজরে দেখে নেয়া যাক এই দল দুইটি নিয়ে কিছু তথ্য ও পরিসংখ্যান-

- এর আগে অনুষ্ঠিত ১৩টি আইপিএল এর পাঁচটিই উঠেছে এই দুই দলের হাতে।

চেন্নাই শিরোপা ঘরে তুলেছে ৩ বার, আর কলকাতা ২ বার।  

- শিরোপা সংখ্যায় চেন্নাইয়ের চেয়ে এগিয়ে রয়েছে শুধুমাত্র একটি দল। মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল এর শিরোপা ঘরে তুলেছে সর্বোচ্চ ৫ বার।

- সর্বোচ্চ সংখ্যক ফাইনাল খেলেছে চেন্নাই।

আইপিএল এর ১৩ আসরের ৯ বারই ফাইনাল খেলেছে দলটি। ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রানার্স আপ হয়েছে ৬ বার।

- চলতি আইপিএল এ গ্রুপ পর্বে দুইবার মুখোমুখি হয়েছে ফাইনালের দুই দল। দুইবারই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন:

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ফাইনালে কলকাতা-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, সাকিব থাকছেন কি?

ভিড়ের মধ্যে কান্না করা শিশুকে ঘিরে আসল রহস্য উদঘাটন

যে কারণে ব্রাজিলের রেফারিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেসি


- আইপিএল এর ফাইনালে কলকাতার জয়ের হার শতভাগ। দুইবার ফাইনালে উঠে দুইবারই শিরোপা উঁচিয়ে ধরেছে দলটি।

- চলতি মৌসুমে রান তাড়া করে একটিও ম্যাচ হারেনি চেন্নাই। তারা ৬টি ম্যাচে পরে ব্যাট করেছে। জয় তুলে নিয়েছে ৬টি ম্যাচেই।

news24bd.tv/ নকিব