আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০

আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের কান্দাহারে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে তিনটি বোমা বিস্ফোরিত হয়।

একটি মসজিদের প্রধান ফটকে, অন্য একটি অজুখানায়, এরপর আরও একটি বোমা বিস্ফোরিত হয়।  

বিবি ফাতিমা মসজিদের ভেতরের তোলা ছবিতে ভেতরের চূর্ণ-বিচূর্ণ জানালার কাঁচের মধ্যে এখানে-সেখানে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আহত অনেককে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায়।

এএফপির সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার জুমার নামাজে মসজিদে তিল ধারণের জায়গা ছিল না।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে আহতদের হাসপাতালে নেয়ার জন্য অন্তত ১৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।

news24bd.tv

রয়টার্স জানায়, তালেবান বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে ও সুস্থদেরকে আহতদের রক্তদানের আহ্বান জানায়।  

বিবিসির আফগানিস্তান প্রতিনিধি সিকান্দার কারমানি জানান, ইসলামিক স্টেটের একটি স্থানীয় গ্রুপ আইএস-কে ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ফাইনালে কলকাতা-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, সাকিব থাকছেন কি?

ভিড়ের মধ্যে কান্না করা শিশুকে ঘিরে আসল রহস্য উদঘাটন

যে কারণে ব্রাজিলের রেফারিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেসি


তিনি আরও জানান, কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি তালেবানের জন্মস্থল হিসেবেও পরিচিত। ফলে এই অঞ্চলে এমন হামলা বিশেষ গুরুত্ব বহন করে।  

এর আগে গত শুক্রবার জুমার পরে দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি আত্মঘাতী হামলায় ৫০ জনের বেশি মুসলিম নিহত হন।

news24bd.tv/ নকিব