এক বছরের চেষ্টায় নীলগিরিতে 'মানুষখেকো' বাঘ জীবিত আটক

এক বছরের চেষ্টায় নীলগিরিতে 'মানুষখেকো' বাঘ জীবিত আটক

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলায় এক বছরের চেষ্টায় এক 'মানুষখেকো' বাঘকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষ। গত এক বছরে চারজন মানুষকে হত্যা করেছে বাঘটি। খবর এনডিটিভির।

চলতি মাসের শুরুতে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে, বনবিভাগের কয়েকজন বিশেষজ্ঞ বনে 'এমডিটি-২৩' বাঘটিকে শনাক্ত করতে অভিযান চালায়।

এসময় কোর্ট বাঘটিকে শুধুমাত্র শনাক্ত করার, অর্থাৎ হত্যা না করার নির্দেশ দেন। উত্তরে জানানো হয়, বাঘটিকে হত্যা করার কোন পরিকল্পনা তাদের নেই।

এমনকি হাইকোর্টের বেঞ্চে একটি শুনানিও অনুষ্ঠিত হয়, যেখানে নিশ্চিত করা হয় বাঘটি ভয়ংকর হলেও যেন এটিকে হত্যা করার কোন পদক্ষেপ গ্রহণ না করে জীবিত ধরা হয়।  

আরও পড়ুন:

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ফাইনালে কলকাতা-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, সাকিব থাকছেন কি?

ভিড়ের মধ্যে কান্না করা শিশুকে ঘিরে আসল রহস্য উদঘাটন

আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০


আহত বাঘটিকে ফাঁদে ফেলতে প্রায় ১০০ জন বনবিভাগের কর্মচারী একটি অভিযান চালায়।

যাদের মধ্যে কেরালা টাস্ক ফোর্সের কয়েকজন সদস্য এবং কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ দেয়া কয়েকটি হাতিও ছিল।

news24bd.tv/ নকিব