ইউপি নির্বাচন

দুর্নীতির প্রমাণ পেলে মনোনয়ন বাতিল, আ.লীগের হুঁশিয়ারি

Other

নির্বাচনে বেশ কিছু ইউনিয়নে বিএনপি-জামায়াত নেতা, সরকারি অর্থ আত্মসাৎ মামলার আসামিসহ বিতর্কিত ব্যক্তি দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে মনোনয়ন বোর্ডের সদস্যরা বলছেন, অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন বাতিল করা হবে।  

দ্বিতীয় ধাপে আট বিভাগের ৮৪৮ ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের টানা ছয় দিনের সভায় মনোনয়নপ্রত্যাশীদের আবেদনপত্র, জীবনবৃত্তান্ত এবং পূর্বের মাঠ জরিপ প্রতিবেদনের ভিত্তিতে চেয়ারম্যান পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

চুলচেরা বিচার-বিশ্লেষণ করে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলেও বেশ কিছু ইউনিয়নে বিএনপি-জামায়াত নেতা, রাজাকার সন্তান, সরকারি অর্থ আত্মসাৎ মামলার আসামিসহ বিতর্কিত ব্যক্তি দলীয় মনোনয়ন পেয়েছেন।  

গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরাই এসব মনোনয়নের সমালোচনা করছেন। কোথাও আবার বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন


থেমে-থেমে জ্বর আসছে খালেদা জিয়ার, খাচ্ছেনও খুবই অল্প

কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত: রিজভী

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন মৌসুমী, ভিসা মেলেনি ওমর সানীর

ক্ষমতায় যাওয়ার বিএনপির রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে: কাদের


কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে। আর প্রমাণ মিললে মনোনয়ন বাতিল, জানালেন মনোনয়ন বোর্ডের এ সদস্য।

তৃণমূলের যারা এ বিতর্কিতদের নাম পাঠিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে ভোট হবে ৮৪৮টিতে।

news24bd.tv নাজিম