জয় পেয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেয়েছে দুই ফেবারিট আর্জেন্টিনা ও ব্রাজিল। নেইমার ম্যাজিকে ৪-১ গোলের বড় ব্যাবধানে উরুগুয়েকে হারিয়েছেন সেলেসাওরা। আর পেরুর বিপক্ষে মার্টিনেজের চোখ ধাঁধানো গোলে  জয় পেয়েছে আর্জেন্টিনা।  

ফলে সব বিশ্বকাপের দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো স্কলালিও তিতের দল।

ফেবারিট হিসেবেই ঘরের মাঠে বুয়েন্স আইরেসের স্তাদিও মনুমেন্টাল অ্যারেনায় পেরুর মুখোমুখি স্বাগতিক আর্জেন্টিনা। যারা কিনা অপরাজিত শেষ ২৪ ম্যাচে।

সেই সমীকরনেই কিনা আলবেসেলেস্তারা আক্রমণের ঝড়ও তুললো ম্যাচের প্রথম মিনিটেই।

এগিয়ে যেদে পারতো মেসির দল ম্যাচের  ৯ মিনিটেই।

যদি ক্রিস্টিয়ান রোমেরোর গোল বাতিল না হতো অফসাইডে।

অবশেষে স্বাগতিকে শিবিরে ৪৩ মিনিটে প্রশান্তি আসে লাউতারো মার্টিনেজের চোখ ধাঁধানো এক হেডে।

পেরু পয়েন্ট ভাগাভাগি করে ফিরেতেই পারতো  বিরতীরপ পর পাওয়া পেণাল্টি থেকে ইয়োশিমার ইয়োতুন স্নায়ু চাপে না ভুগে গোল আদায় করতে পারতেন।

ম্যাচের বাকী সময় গোল মিসের মহড়ায় আর কোনো দল গোলের দেখা না পেলে সেই  ১-০ গোলেই ম্যাচ জেতে আর্জেন্টিনা।

এদিকে নেইমার ম্যাজিক দেখেছে অ্যারেনা অ্যামাজোনিয়া। উরুগুয়েকে অভ্যর্থনা জানিয়ে ৪-১ গোলের বিশাল ব্যবধানে উরুগুয়েকে ধরাশায়ী করেছে ব্রাজিল।

ম্যাচের ১০ম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। উরুগুয়ের ডিফেন্স থেকে ফ্রেডের দুর্দান্ত পাসে উরুগুয়ের জালে প্রথম গোল নেইমারের।

৮ মিনিট পর আবারও গোল।   এবার গোলদাতা  আগের ম্যাচে সাইড বেঞ্চে বসা রাফিনহা। বাম পায়ের দুর্দান্ত শটে তিনি উরুগুয়ের  বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে সেলেসাওরা।

আরও পড়ুন:


ইউনিয়ন নির্বাচন নিয়ে সহিংসতা, নিহত ৪ 

আ.লীগের মনোনয়নপত্র বিক্রি ১৬ থেকে ২০ অক্টোবর

দেশে সাম্প্রদায়িক হামলাগুলোর মদদ দিচ্ছে সরকার: ফখরুল

সেদিন নীল শাড়িটাই পরবো: মাহি

দ্বিতীয় বিয়ে করে সত্যিই 'সারপ্রাইজ' দিলেন মাহি


 

ম্যাচের ৫৮ মিনিটে রাফিনহার আরও একটি গোল। আর গোলের কারিগর নেইমারের দুর্দান্ত অ্যাসিস্ট। তার

ম্যাচের ৭৭ মিনিটে ব্রাজিলের একটি গোল শোধ করেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ।

৮৩ মিনিটে আবারও নেইমার ম্যাজিক। এবার তার অসাধারণ অ্যাসিস্টে দুর্দান্ত ফিনিশিং টানেন গ্যাব্রিয়েল বারবোসা।

এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলো ব্রাজিল। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩১। বলাই বাহুল্য, লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিল রয়েছে সবার শীর্ষে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর