ভারতের জাতীয় দলের কিংবদন্তি সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবার বিরাট কোহলিদের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। এ বিষয়ে তিনি সম্মতি জানিয়েছেন। যদিও আগে কোচ হতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।
তবে গতকাল আইপিএলের ফাইনালে আগে দৃশ্যপট বদলে যায়।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।
গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও জানায়, চুক্তি অনুযায়ী দ্রাবিড় ১০ কোটি টাকা বেতন পাবেন বিসিসিআইয়ের পক্ষ থেকে। আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দলের দায়িত্ব বুঝে নেবেন দ্রাবিড়। আগামী ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
আরও পড়ুন
প্রেমিকের সঙ্গে পূজা দেখতে গিয়ে অচেতন অবস্থা জঙ্গলে পড়েছিল তরুণী
বরিশালের ক্ষুদে বোলিং যাদুকর সাদিদে মুগ্ধ বিশ্ব, স্বপ্ন বড় হয়ে বিশ্বকাপ জয়ের
কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাঁচ ভেঙে শিশুসহ আহত ৩
ট্রফি জিতে অবসর নিয়ে যা বললেন ধোনি
গত দুই বছর ধরে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমীর প্রধান হিসেবে কাজ করছেন দ্রাবিড়। এর আগে দুই দফায় জাতীয় দলের সঙ্গেও কাজ করছেন তিনি। মনে করা হয়, ২০১৮ সালে ভারতের যুব বিশ্বকাপজয়ী দলের এই কোচের হাত ধরেই ভারতের পাইপলাইন এখন এত শক্তিশালী।
news24bd.tv এসএম