গির্জায় ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

গির্জায় ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

অনলাইন ডেস্ক

কনজারভেটিভ এমপি স্যার ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডকে পুলিশ সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।    

ব্রিটিশ এই এমপি গতকাল শুক্রবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তার নিজ সংসদীয় আসনে গির্জায় এক সভায় ছুরিকাঘাতে শিকার হয়ে মৃত্যুবরণ করেন। হত্যার সন্দেহে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তিকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়েছে।

  

বিবিসি খবরে আরও বলা হয়েছে, অ্যামেসকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে ওই দুর্বৃত্ত। এসেক্স পুলিশের বিশ্বাস এ ঘটনার সঙ্গে জড়িত আটক ব্যক্তি ছাড়া অন্য কাউকে সন্দেহ করছে না তারা। তবে তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা বর্তমানে লন্ডন এলাকায় দুটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছে মেট।

আরও পড়ুন:


লাইভ চলাকালে সাবেক টিকটকার স্ত্রীকে পুড়িয়ে হত্যা!

যে কারণে ম্যান্ডেলার জিনিসপত্র নিলামে উঠেছে

রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে বিটকয়েনের দাম!

আইপিএল: কে কোন পুরস্কার পেলেন জেনে নিন


এদিকে এমপি স্যার ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির সাবেক নেতা স্মিথ।

 

উল্লেখ্য, ১৯৮৩ সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন।

news24bd.tv রিমু