ফিল্মফেয়ার জয়ী মুসলিম বলিউড অভিনেত্রীর মৃত্যু

ফিল্মফেয়ার জয়ী মুসলিম বলিউড অভিনেত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী ফারুক জাফর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

অভিনেত্রীর মেয়ে মেহরু জাফর জানান,  গত ৪ অক্টোবর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ফারুক জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি অসুস্থ ছিলেন। অক্সিজেন নিতে পারছিলেন না।

news24bd.tv

‘গুলাবো সিতাবো’ ছবির জন্য সবচেয়ে বেশি বয়সে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি। পর্দায় তার প্রথম উপস্থিতি ছিলো ১৯৮১ সালের ক্ল্যাসিক 'উমরাও জান' দিয়ে।

এর আগে ১৯৬৩ সালে ভারতীয় রেডিওতে প্রথম রেডিও ঘোষক ছিলেন তিনি।

news24bd.tv

এছাড়া ২০০৪ সালে শাহরুখ খানের 'স্বদেশ' সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তার অভিনীত অন্যান্য ছবির মধ্যে আমির খান প্রযোজিত ‘পিপলি লাইভ’ ও ‘সিক্রেট সুপারস্টার’। ‘ফটোগ্রাফ’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর দাদির চরিত্রেও অভিনয় করেন ফারুক জাফর।  

আরও পড়ুন:

কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়, চোখ কপালে উঠার মত বেতন?

প্রেমিকের সঙ্গে পূজা দেখতে গিয়ে অচেতন অবস্থা জঙ্গলে পড়েছিল তরুণী

বরিশালের ক্ষুদে বোলিং যাদুকর সাদিদে মুগ্ধ বিশ্ব, স্বপ্ন বড় হয়ে বিশ্বকাপ জয়ের

কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাঁচ ভেঙে শিশুসহ আহত ৩


সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’তে অমিতাভ বচ্চনের স্ত্রী ফতিমা বেগমের চরিত্রে, এখানেই রুপালি পর্দায় শেষবারের মতো দেখা যায় তাকে।

news24bd.tv/ নকিব