ঢাকা বোট ক্লাব নিয়ে পোষ্টটি অনেকেই পছন্দ করেছেন, ইতিবাচক মন্তব্য করেছেন

ঢাকা বোট ক্লাব নিয়ে পোষ্টটি অনেকেই পছন্দ করেছেন, ইতিবাচক মন্তব্য করেছেন

Other

ঢাকা বোট ক্লাব দেখতে যাওয়া নিয়ে ফেসবুকে দেয়া আমার পোষ্টটি অনেকে পড়েছেন, পছন্দ করেছেন, ইতিবাচক মন্তব্য করেছেন এবং অনেক সংবাদমাধ্যমে তাৎক্ষণিকভাবে পুনঃপ্রকাশ করা হয়েছে। সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ। আলাদা করে মন্তব্যের উত্তর দিচ্ছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

দু'টি মৌলিক বিষয়ের চিন্তা-ভাবনা থেকে এটি লিখেছিলাম, যা অনেকের মন্তব্যে এসেছে।

 

এক: জ্ঞান, মনন ও বুদ্ধিবৃত্তি চর্চার পরিবেশের উন্নতি ছাড়া শুধু স্থূল বস্তুগত অর্থনৈতিক অগ্রগতি দিয়ে একদিকে যেমন উন্নয়ন টেকসই হবে না, অন্যদিকে একটি ন্যায্য, নৈতিক ও কল্যাণমুখী সমাজব্যবস্থাও তৈরি হবে না।
  
দুই: পরিবেশ, বিশেষত নদী রক্ষা ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই ও কল্যাণকর হবে না। এ কারণেই নদীকে একটি আলাদা স্বত্বা হিসাবে স্বীকৃতি দিয়ে নদীর ঢাল ও তীর সুনির্দিষ্টভাবে চিহ্নিত ও সংজ্ঞায়িত করে তা রক্ষার জন্য আইন করা হয়েছে, যার যথাযথ প্রয়োগ একান্ত জরুরী।  

আরও পড়ুন:


গির্জায় ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

লাইভ চলাকালে সাবেক টিকটকার স্ত্রীকে পুড়িয়ে হত্যা!

যে কারণে ম্যান্ডেলার জিনিসপত্র নিলামে উঠেছে

রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে বিটকয়েনের দাম!


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), যার সাথে আমি বহুদিন ধরে যুক্ত।

এ নিয়ে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।  

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। ) 

news24bd.tv রিমু   

 

 

 

এই রকম আরও টপিক