একটা অংশের মনের মধ্যে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ-ঘৃণা আছে

একটা অংশের মনের মধ্যে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ-ঘৃণা আছে

Other

বাংলাদেশে বিশাল একটি জনগোষ্ঠীর মন এবং মনন সাম্প্রদায়িক, উল্লেখযোগ্য একটা অংশের মনের মধ্যে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ, ঘৃণা আছে- এটা বাস্তবতা। এই বাস্তবতাকে স্বীকার করে নিয়েই এর প্রতিকার খুঁজতে হবে। সমস্যাকে অস্বীকার করলে, মোহনীয় সব  শব্দাবলীতে আড়াল করে রাখলে সংকট বাড়বেই কেবল।

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’- এই আপ্তবাক্যে ফাটল ধরেছে অনেক আগেই, সেই ফাটল দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ঢুকছেই কেবল- এগুলো অস্বীকার করে সমস্যার সমাধান করা যাবে না।

সমস্যাকে স্বীকার করুন, প্রকাশ্যে এবং বলিষ্ঠভাবে স্বীকার করুন, তারপর এর সমাধানের উদ্যোগ নিন।

news24bd.tv এসএম

আরও পড়ুন


সরকার চাইলে কুমিল্লার ঘটনার ষড়যন্ত্রকারীদের বের করা সম্ভব: মোশাররফ

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপশক্তি পূজায় সহিংসতা সৃষ্টি করেছে: কাদের

কোটি টাকা মূল্যের ১১০ বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে, স্বল্প দামে কেনার সুযোগ

দেশে খাদ্যের অভাব হওয়ার কোন আশঙ্কা নেই: প্রধানমন্ত্রী