নদীতে ডুবে দিনাজপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নদীতে ডুবে দিনাজপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

বগুড়ার সারিয়াকান্দিতে নদীতে গোসল করতে নেমে মোসাব্বির হোসেন ফাহিম (২২) নামে এক মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ দুপুরে দিকে উপজেলায় যমুনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে।

ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় লোকজন জানান, ১৫ অক্টোবর ফাহিম সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামে তার নানার বাড়ি বেড়াতে যায়। শনিবার সকালে গ্রামের কিছু যুবকের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন। নদীর ওই স্থানে তেমন স্রোত না থাকলেও বালু উত্তোলনের কারণে ওই জায়গাটি গভীর ছিল।

আরও পড়ুন


দেশে খাদ্যের অভাব হওয়ার কোন আশঙ্কা নেই: প্রধানমন্ত্রী

রাজধানী থেকে ‘আইসের’ বড় চালান জব্দ, মূলহোতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পতেঙ্গায় হচ্ছে আরেকটি হাসপাতাল

শাকিব খানের সঙ্গে তুরস্কে গিয়ে যে ভালোবাসায় পড়েছিলেন বুবলী (ভিডিও)


এতে ফাহিম সেখানে তলিয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে খুঁজতে শুরু করে। একপর্যায়ে দুপুর ১২টার দিকে ফাহিমের মরদেহ পাওয়া যায়।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv নাজিম