যেকোনও শৈথিল্যে জামায়াত-শিবির সুযোগ নেবে: মেনন

যেকোনও শৈথিল্যে জামায়াত-শিবির সুযোগ নেবে: মেনন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কুমিল্লার ঘটনায় সরকার যে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করছে তাতে পুরোপুরি নির্মোহভাবে দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

তিনি বলেন, জামায়াত-হেফাজত ইসলাম সাম্প্রতিক সময়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সাম্প্রদায়িকতার ব্যাপারে যেকোনও শৈথিল্যে তারা সুযোগ নেবে।

আজ শহীদ রাসেল ব্রিগেড স্বেচ্ছাসেবকদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা প্রতিরোধে শহীদ রাসেল ব্রিগেডের কার্যক্রম ১০০ দিন পূর্ণ করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

প্রধান অতিথির রাশেদ খান মেনন বলেন, মন্দির ভাঙচুরের মতো সাম্প্রদায়িক হামলাকে ঘিরে দোষারোপের রাজনীতি এর সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের প্রকৃত পরিচয়কে আড়াল করবে।

আরও পড়ুন


দেশে খাদ্যের অভাব হওয়ার কোন আশঙ্কা নেই: প্রধানমন্ত্রী

রাজধানী থেকে ‘আইসের’ বড় চালান জব্দ, মূলহোতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পতেঙ্গায় হচ্ছে আরেকটি হাসপাতাল

শাকিব খানের সঙ্গে তুরস্কে গিয়ে যে ভালোবাসায় পড়েছিলেন বুবলী (ভিডিও)


তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস করে চলার নীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবাধ প্রচার, ধর্মের অপব্যাখ্যা এবং সর্বোপরি অসাম্প্রদায়িক মূল্যবোধের অবক্ষয় দেশে যে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক মানসিকতার বিস্তার ঘটিয়েছে তাতে কেউই দায়মুক্ত নয়।

সাম্প্রদায়িক ঘটনাবলীতে তৃণমূল পর্যায়ের বিভিন্ন দলের নেতাকর্মীদের অংশগ্রহণ কিংবা ক্ষেত্রবিশেষে নেতৃত্ব প্রদানই এর প্রমাণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতিহাসবিদ ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল। সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন।

news24bd.tv নাজিম