দেশে পরিচালকের কাঁধে হাত রেখে ছবি পোস্ট করা যায়

দেশে পরিচালকের কাঁধে হাত রেখে ছবি পোস্ট করা যায়

Other

এতো কষ্ট মেনে নেয়া যায় না। দেশে কাজ করার কত সুবিধা। শুটিং থেকে ফেইসবুক লাইভ করা যায়, পরিচালকের কাঁধে হাত রেখে ছবি পোস্ট করা যায়। সহশিল্পী তারকাদের সাথে শুটিং কস্টিউমে সেটে বসে টিকটক বানানো যায়।

সাংবাদিকরা সেটে এসে শুটিং এর আংশিক রেকর্ড করে প্রচার করতে থাকে। সিনেমা রিলিজের আগেই গল্প, সংলাপ সবই দর্শকরা জেনে ফেলতে পারে।

আর এখানে মেকাপ রুমে ঢোকার আগেই ফোন বন্ধ করে নিজ হাতে লকারে রেখে দেয়ার নিয়ম। কবে যে দেশের সিনেমা বা সিরিজে কাজ করবো আর কবে যে আমার সেই স্বপ্ন পুর্ন হবে কে জানে!

লেখাটি প্রীতম আহমেদ- এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv এসএম

আরও পড়ুন


দ্রব্যমূল্য থেকে মানুষের চোখ সরাতেই কুমিল্লার ঘটনা: মান্না

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ-বাড়ি ভাঙচুর, আহত ৪০

একটা অংশের মনের মধ্যে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ-ঘৃণা আছে

সরকার চাইলে কুমিল্লার ঘটনার ষড়যন্ত্রকারীদের বের করা সম্ভব: মোশাররফ